বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

৩৮৮ যাত্রীর সঙ্গে ৮৮ আনসার সদস্যেরও ঈদ কাটবে কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভারত থেকে দেশে ফেরা ৩৮৮ পাসপোর্টধারী যাত্রীর সঙ্গে কোয়ারেন্টাইনে ঈদ কাটবে ৮৮ আনসার সদস্যেরও। যশোর ও বেনাপোলের ২৯টি আবাসিক হোটেল ও একটি মাদরাসা, যা কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে করোনার ঝুঁকি নিয়ে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।

যশোর জেলা প্রশাসন সূত্র জানায়, ৩০ এপ্রিল যারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন, তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবে ১৪ মে। ফলে ১৪ মে ঈদ হলে ৩০ এপ্রিল প্রবেশ করা ১০১ জন পাসপোর্টধারী যাত্রী ঈদের দিন সকালে কোয়ারেন্টাইন মুক্ত হবেন। তবে ঈদ যদি হয় ১৩ মে, এ ১০১ জনের ঈদও কাটবে হোটেলের কোয়ারেন্টাইনে। গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন ২ হাজার ৬৬৬ জন।

সর্বশেষ খবর