বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

কওমি শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে

------- এম এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও দেশের কওমি মাদরাসাগুলোতে জাতীয় চেতনা ও সংস্কৃতিবোধ উপেক্ষিত। সরকারি স্বীকৃতি পেলেও ৫০ বছর ধরে দেশের জাতীয় সংগীত চর্চা হয় না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়নে কওমি শিক্ষকদের সরকারি প্রশিক্ষণ চালু করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন সাবেক এ সংসদ সদস্য।

তিনি বলেন, কওমি মাদরাসাগুলোতে ছাত্র-শিক্ষকদের মধ্যে নানা অঘটনের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। শিশুরা নির্যাতিত হচ্ছে। এসব অন্যায় বন্ধে শিক্ষকদের সচেতন করতে হবে।

সর্বশেষ খবর