বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

যমুনায় ডুবে কলেজছাত্রী তিন বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সাঘাটা থানা ভবনের অদূরে জহুরুলের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়াবাজার গ্রামের সেলিম মিয়ার মেয়ে অনামিকা সরোয়ার ফাতেমা (২০), রংপুর শহরের বাবুপাড়া এলাকার রানা মিয়ার মেয়ে সারা হক প্রীতি (২০) এবং তার বোন সওদা হক ঋতু (১৮)। ফাতেমা সম্পর্কে প্রীতি ও ঋতুর মামাতো বোন। তারা সবাই কলেজছাত্রী।

স্থানীয়রা জানান, সোমবার রংপুর থেকে ঋতু ও প্রীতি সাঘাটা উপজেলার কচুয়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুরে প্রীতি, ঋতু ও অনামিকা যমুনা নদীতে নৌকা করে ঘুরতে বের হন। বেলা ৩টার দিকে তারা খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। কিন্তু ভালো সাঁতার না জানায় একপর্যায়ে তিন বোনই তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের দেহ উদ্ধার করেন। সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল হামিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে উদ্ধার করা তিনজনকে সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর