শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

শ্রমিকের দাঁত ভাঙার গুজবে গার্মেন্টে ভাঙচুর, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারী শ্রমিকের দাঁত ভেঙে দেওয়া হয়েছে- এমন গুজব ছড়িয়ে টোটাল ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ফিরোজ আহমেদ বাদী হয়ে অজ্ঞাত কয়েক শ শ্রমিক ও বহিরাগত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন। বৃহস্পতিবার বন্দর উপজেলার টোটাল ফ্যাশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যবস্থাপকসহ ১০ জন আহত হয়েছেন। মামলার বিষয়টি বন্দর থানার ওসি দীপক চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, শ্রম আইন অনুযায়ী টোটাল ফ্যাশনের ১২ শ্রমিককে চার মাসের অগ্রিম বেতন দিয়ে সম্প্রতি বাদ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কারখানার দুটি ফটক দিয়ে অন্য শ্রমিকের সঙ্গে বাদ দেওয়া ওই ১২ জন কারখানায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই শ্রমিকদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা নিরাপত্তাকর্মীদের হাতে নারী শ্রমিকের দাঁত ভেঙেছে-এমন গুজব ছড়িয়ে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কারখানায় হামলা ও ভাঙচুর চালান। শ্রমিকরা কারখানার কম্পিউটারসহ আসবাব ভাঙচুর করেন। হামলায় কারখানার ব্যবস্থাপক কবিরুল আহম্মেদ, পিএম নুসরাত, জিএম জাহেদসহ অন্তত ১০ আহত হন।

পরে শ্রমিকরা অব্যাহতি নেওয়া ১২ শ্রমিককে চাকরিতে পুনর্বহালসহ ১৭ দফা দাবিতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও স্থানীয় জনপ্রিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সর্বশেষ খবর