সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ড. জিল্লুর খান আর নেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রবীণ প্রবাসী-শিক্ষাবিদ-লেখক এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অধ্যাপক জিল্লুর আর খান গত  শনিবার বিকালে ফ্লোরিডার ওরল্যান্ডোতে একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফরিদপুরের সন্তান জিল্লুর আর খান স্ত্রী, ৩ পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে ওরল্যান্ডো আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিলন জানান, গতকাল বাদ জোহর নামাজে জানাযা শেষে জিল্লুর আর খানের মরদেহ সেন্ট্রাল ফ্লোরিডায় মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রাষ্ট্রবিজ্ঞানী ইউনিভার্সিটি অব উইসকনসিনের রোজবুশ প্রফেসর এমিরিটাস ছিলেন। এছাড়া আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। তার লেখা ১২টি গ্রন্থ সারা বিশ্বে সমাদৃত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার কমপক্ষে ৫০টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ পেয়েছে। এক সময় যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে সর্বোচ্চ ‘শিকাগো টাওয়ার’র স্থপতি এফ আর খানের ভাই জিল্লুর আর খান শিক্ষকতা এবং মৌলিক লেখা-লেখির জন্যে বহু পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ এবং আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার আলোকে ১৯৮৮ সালে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতেও তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সর্বশেষ খবর