শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

দেশব্যাপী নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গতকাল নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। নিরাপদ মাতৃত্বকালীন যাত্রা নিশ্চিত করতে প্রতি বছর ২৮ মে জাতীয় পর্যায়ে দিনটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন।’ দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে নানা ভয়-ভীতি কাজ করছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গর্ভকালীন নারীদের নিয়মিত চেকআপ এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির হারও আগের তুলনায় কমে যাচ্ছে।

এর ফলে মায়ের ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে এরকম ঝুঁকি থেকে মা বা শিশুর মৃত্যুও হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে এ সময় সব মায়েদেরই নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

সর্বশেষ খবর