শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

‘তামাকমুক্ত দেশ’ ঘোষণার সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক : প্রজ্ঞা

উন্নয়ন সংগঠন ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) বলেছে, প্রস্তাবিত বাজেটে তামাক পণ্যের ওপর যেভাবে কর ধার্য করা হয়েছে তা প্রধানমন্ত্রীর ‘তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বাজেট কার্যকর হলে আরেক দফা সস্তা হবে তামাকপণ্য, বাড়বে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি। তাই তিনি চূড়ান্ত বাজেটে তামাকবিরোধী সংগঠনগুলোর কর ও মূল্য প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জানান। প্রজ্ঞার মতে, ক্রটিপূর্ণ করকাঠামোর কারণে তামাক কোম্পানিগুলোর আয় বাড়বে এবং তারা মৃত্যুবিপণনে আরও উৎসাহিত হবে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর