শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

বাজেট বাস্তবমুখী দাবি ইউনাইটেড ইসলামী পার্টির

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটকে সংকটকালের বাস্তবমুখী দাবি করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির (বিইউআইপি) চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন। তিনি বলেন, মহামারীর সংকটকালে ছয় লাখ কোটি টাকার বাজেট সব মহলে প্রশংসিত হয়েছে। গতকাল বনানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা ইসমাইল আরও বলেন, করোনার মধ্যেও দেশ যে এগিয়ে গেছে তার প্রমাণ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে।

 সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বাংলাদেশ ঋণদাতা দেশে পরিণত হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা আর এবার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা গত সাড়ে ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব অগ্রগতির নজির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর