শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

বাজেট আরও গণমুখী করার আহ্বান বাংলাদেশ সুপ্রিম পার্টির

স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে প্রাধান্য দিয়ে বাজেটকে আরও বাস্তবসম্মত ও গণমুখী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী। গতকাল এক বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বরাবরের ন্যায় শিক্ষাখাতকে উপেক্ষা করা হয়েছে। কর্মমুখী দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের বিকল্প নেই। করোনা মহামারীতে নতুন করে ২.৫ কোটি বেকারত্ব সৃষ্টি হলেও এদের কর্মসংস্থানে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে এ খাতের সক্ষমতা বাড়াতে হবে। বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কোনো পদক্ষেপ নেই। করপোরেট করহার কমানোর ঘোষণা এবং দেশীয় শিল্পকে সুবিধা দেওয়া বাজেটের ভালো দিক বলে আমি মনে করি। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর