রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

 উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সেলিনা খানম, শিশু ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শাহীন আখতার, প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমেদ। উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরেুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, সুস্থতা ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ এর অভাবে রাতকানাসহ নানা ধরনের অসুখ হতে পারে।

সর্বশেষ খবর