সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

আটকে গেল এফএএস ফাইন্যান্স এমডির বিদেশযাত্রা

নিজস্ব প্রতিবেদক

আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এফএএস ফাইন্যান্স আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের মালিকানাধীন প্রতিষ্ঠান।

 

জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে ব্যক্তিগত কাজে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মো. জাহাঙ্গীর আলম। গত ১ জুন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখতে অনুরোধ করে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ খবর