মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

ভোটার তালিকায় হস্তক্ষেপ সংকট তৈরি করবে : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোটার তালিকায় হস্তক্ষেপ সাংবিধানিক সংকট তৈরি করবে। কারণ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র একটি সমন্বিত অবিচ্ছেদ্য ও অখন্ডিত প্রকল্প। যা নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের মালিকানা প্রজাতন্ত্রের পক্ষে কেবলমাত্র নির্বাচন কমিশনের। সরকারকে ভোটার তালিকা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত পরিহারের আহ্‌বান জানান এই রাজনীতিক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম রব বলেন, ভোটার তালিকার সমন্বিত এই প্রকল্প থেকে জাতীয় পরিচয়পত্র আলাদা করার কোনো সাংবিধানিক ক্ষমতা নির্বাহী বিভাগের নেই। সমন্বিত এই প্রকল্প খন্ডিতকরণ বা কমিশনের সম্পদ বা জনবল বিভক্তিকরণ, বা ভোটার তালিকার ডাটাবেজ নির্বাহী বিভাগে স্থানান্তরিতকরণ- এ সবই হবে সংবিধান বহির্ভূত কাজ। যা বেআইনি এবং অসাংবিধানিক। এর মাধ্যমে বড় ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে।

সর্বশেষ খবর