বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্ত করার দাবি জানানো হয়েছে। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক জেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা থেকে এই দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তবে ইকামায়ে দ্বীন মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা বলেন, ৩৭ বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো অবহেলিত। এমপিওভুক্ত না হওয়ায় সাড়ে ৭ হাজার মাদরাসায় ২৫ হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তিনি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন। শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান, এ বি এম জাকারিয়া, অধ্যাপক নাসির উদ্দিন খান, প্রভাষক আবদুস সবুর প্রমুখ।

সর্বশেষ খবর