রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

‘অবৈধ আয়কে বৈধতা দিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বহির্ভূত আয়কে বৈধতা দিতেই বাজেটে এসব বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছে প্রগতিশীল ছাত্র জোট। করের বাড়তি চাপ শেষ পর্যন্ত শিক্ষার্থীদের উপর পড়বে বলেও আশঙ্কা করছে সংগঠনটি। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর  মোর্চা প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে, অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স প্রমুখ।

 

সর্বশেষ খবর