রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই

-কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজীকরণ জরুরি। সেবাপ্রত্যাশী যাতে কাক্সিক্ষত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গতকাল ইউজিসি আয়োজিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী এক ভার্চুয়াল কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম।

ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্থান পেতে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে দেশে উচ্চশিক্ষার ব্যাপ্তি ব্যাপক। বিশ্ববিদ্যালয়গুলোয় গুণগত মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।

সর্বশেষ খবর