সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিনেশন না হলে রফতানি বাজার হারাতে হবে

ইআরএফের আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশেও ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ করতে না পারলে রফতানির প্রধান বাজারগুলো হারাতে হবে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা এ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি করোনার সংকট মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট দিকনির্দেশনা চেয়েছেন। গতকাল অনলাইনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), দ্য এশিয়া ফাউন্ডেশন ও গবেষণা সংস্থা রিসার্স পলিসি ইন্ট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) যৌথভাবে আয়োজিত বাজেট আলোচনা সভায় এ সব কথা বলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। ‘রিফ্লেকশনস অন দ্য বাজেট ২০২১-২২’ শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান। প্যানেল আলোচক ছিলেন ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও র‌্যাপিড চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিড নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ।

সর্বশেষ খবর