সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

সংসদে বাজেট আলোচনা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

সাতদিন পর জাতীয় সংসদের বাজেট অধিবেশন আবার শুরু হচ্ছে আজ বেলা ১১টায়। স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরীর সভাপতিত্বে আজ থেকে শুরু হবে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা। এরপর ১৫, ১৬, ১৭ জুন বাজেট আলোচনা চলবে এবং মাঝখানে আবার বিরতি দিয়ে ২৮ ও ২৯ জুন বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে অর্থবিল পাস হবে। ৩০ জুন পাস হবে বাজেট। এর আগে গত ৭ জুন দুই দিন আলোচনা শেষে সংসদে চলতি ২০২০-২০২১ অর্থবছরে সম্পূরক বাজেট পাস হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন।

সর্বশেষ খবর