মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

গুলশানে সুইমিংপুলের পাশে গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনের সুইমিংপুলের পাশ থেকে ইসরাত জেবিন মিতু (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মিতু একটি আবাসন কোম্পানির পরিচালক বলে জানিয়েছে পুলিশ। গতকাল বেলা পৌনে ২টার দিকে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ভবনটি ১২তলা। দেখে মনে হয়েছে ওই নারী ওপর থেকে নিচে পড়েছেন। কীভাবে পড়েছেন তার তদন্ত চলছে। মিতুর স্বামী নাইম আহম্মেদ রাতুল আর কে কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক। মিতুও ওই কোম্পানির পরিচালক ছিলেন। মিতুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, মিতুর স্বামী রাতুল কয়েকদিন আগে মাদকাসক্ত ছিলেন। তবে শ্বশুর ফরিদ আহম্মেদ ভূঁইয়া মিতুকে খুব আদর করতেন। ফরিদ আহম্মেদ লা মেরিডিয়ান হোটেলের মালিকের ভাই। রাতুলের সঙ্গে মিতুর দাম্পত্য কলহ ছিল। আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ খবর