শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

মাধবদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গুলিবিদ্ধ মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলরের বড় ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দিকে মাধবদী পৌরসভার মেয়রের পক্ষে মোজাম্মেল হোসেন বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল সকালে মাধবদী থানায় এ মামলা দুটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের সভায় পৌর মেয়রকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)।  মাধবদী থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, শুক্রবার সকালে দুপক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। একপক্ষ মাধবদীর পৌর মেয়রকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে। অপর পক্ষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে।

সর্বশেষ খবর