শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দাবি তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু।

লিখিত বক্তব্যে পরিষদের নেতারা দাবি করেন, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠানে পরিবেশ বজায় রাখতে তারা কর্মস্থলে উপস্থিত থেকে সব প্রশাসনিক ও একাডেমিক কাজ করেছেন। দেশের অনেক মানুষ করোনার সময়ে বিভিন্নভাবে সুবিধা পেলেও তারা সুবিধাবঞ্চিত বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম ১১তম বেতন গ্রেডে দেওয়া, চাকরিবিধি অনুসরণ করে তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদের সংখ্যা বাড়ানো, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভাগীয় পদোন্নতি দেওয়া।

সর্বশেষ খবর