সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

দেশকে নেক্সট ফেইজে নিয়ে যাচ্ছে ওয়ালটন

------ বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ   সিকিউরিটিজ   অ্যান্ড   এক্সচেঞ্জ   কমিশনের   (বিএসইসি) চেয়ারম্যান  প্রফেসর   শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ওয়ালটন টেকসই, ক্রমবর্ধমান ও জাতীয় উন্নয়নে অবদান রাখা ব্যবসা প্রতিষ্ঠান। ওয়ালটনের মতো   প্রতিষ্ঠান   বাংলাদেশকে  নেক্সট   ফেইজে   নিয়ে   যাচ্ছে। এ   ধরনের প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নার্সিং করে যাবে। শনিবার গাজীপুরের চন্দ্রায়   ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওয়ালটনের তৈরি নতুন মডেলের স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরও বলেন,   কৃষিনির্ভর   পণ্য   উৎপাদনে আমরা নির্ভরশীল ছিলাম। সেখান থেকে উন্নত দেশে পরিণত হওয়ার দ্বিতীয় ধাপে। যেখানে আমাদের হাই টেক ও হেভি ইন্ডাস্ট্রিতে যেতে হবে, সেখানে ওয়ালটন অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা যেসব পণ্য আমদানি করতাম এখন তা রপ্তানি করছি। এর আগে   অতিথিরা   কারখানায় পৌঁছলে   তাদেরকে   ফুল   দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের  পরিচালক এসএম আশরাফুল   আলম,   এস   এম   মাহবুবুল   আলম,  ওয়ালটন   ডিজি-টেকইন্ডাস্ট্রিজ  লিমিটেডের  চেয়ারম্যান  এস   এম   রেজাউল   আলম প্রমুখ। বিজ্ঞপ্তি 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর