মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

সমুদ্র ও সমুদ্রপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য, ব্লু-ইকোনমি এবং সমুদ্রে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরতে গতকাল বিশ¡ হাইড্রোগ্রাফি দিবসে ‘হাইড্রোগ্রাফিতে আন্তর্জাতিক সহযোগিতার একশত বছর’ শীর্ষক সেমিনার হয়েছে।

আইএসপিআর জানায়, অনলাইনে নৌবাহিনীর চিফ হাইড্রোগ্রাফারের ব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৭০তম সদস্য দেশ হিসেবে হাইড্রোগ্রাফি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে।

 এ ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র অঞ্চলের সব হাইড্রোগ্রাফিক কর্মকান্ডের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে।

সর্বশেষ খবর