বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

কওমিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে দ্রুত খুলে দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছে ইসলামিক স্কলার্স ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহাম্মাদ আজিজুল ইসলাম, ঢাকায় কাতার দূতাবাসের সাবেক কর্মকর্তা মাহমুদুর রহমান, মালয়েশিয়ার কুয়ালালামপুর বায়তুল মোকাররম মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা রেজাউল হক, জামেয়া আরাবিয়া রামপুরা ঢাকার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা রেজাউল করিম কাসেমী, মাওলানা কামাল হোসাইন, কারি হাসিবুর রহমান প্রমুখ।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নৈতিক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক দ্বিমাসিক সভার আয়োজন। কওমি মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কওমি শিক্ষকদের জন্য স্বতন্ত্র প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা। শিক্ষার্থী ও এতিম শিশুদের মধ্যে কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে কারিগরিকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা। সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধর্মের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা। কওমি মাদরাসা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে ইংরেজি ভাষাসহ বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালু। বিয়েবহির্ভূত যৌনাচার বন্ধে সমাজের সর্বত্র ব্যভিচারসহ গর্হিত কাজ থেকে বিরত থাকতে বিয়ের আইন সহজ করা। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ করা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অ্যান্ড্রয়েড মোবাইল ও ফেসবুক ব্যবহার করতে পারবে না এ মর্মে নীতিমালা করা।

সর্বশেষ খবর