শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

আশুলিয়ায় অপহৃত তরুণ ধামরাইয়ে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার থেকে খোকন (২১) নামে অপহৃত এক তরুণকে ধামরাইয়ের ইসলামপুর  থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা পাপ্পুসহ চারজনকে আটক করেছে র‌্যাব। গতকাল র‌্যাব-৪ এর পক্ষ এসব তথ্য জানানো হয়।

আটককরা হলো- অপহরণকারী চক্রের প্রধান মানিকগঞ্জ জেলার পাপ্পু মোল্লা (২৬), গাইবান্ধার রিমন রহমান (২০), মানিকগঞ্জের নাহিদ হোসেন  (২১) ও গাইবান্ধার রাকিব হাসান (১৯)।

র‌্যাব জানায়, ২৩ জুন খোকনকে আশুলিয়ার গাজীরচট বোনের বাড়ি বেড়াতে এলে অপহরণ করে ধামরাই নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা তাকে মারধর করে তার বোনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় অপহৃতের বোন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে অভিযোগ করেন। পরে র‌্যাব সদস্যরা ধামরাইয়ের ইসলামপুরে অভিযান চালিয়ে অপহৃত খোকনকে উদ্ধার করে। এ সময় মুক্তিপণের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।

 আটকরা সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অপহরণ ছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত ছিল বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর