মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

কবি আবুল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী

কবি আবুল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী

বাংলা ভাষার অন্যতম কবি আবুল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার আরুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৯ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। তার প্রথম কবিতার বই ‘নব বসন্ত’ প্রকাশিত হয় ১৯৪০ সালে মাত্র ১৮ বছর বয়সে। এছাড়া প্রেমের কবিতা, ব্যঙ্গ কবিতা, অনুবাদ কবিতা, অনুবাদ উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং লিখেছেন স্মৃতিকথাও। বাংলা কবিতায় অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮০ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদকে    ভূষিত হন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর