বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদে ১ হাজার ৮৪ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিষয়ের ৭৩ জন, আরবির তিনজন, আরবি ও ইসলামী শিক্ষার দুইজন, ইসলাম শিক্ষার সাতজন, ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের ৬৭ জন, ইংরেজির ৭৭ জন, ইতিহাসের ৬২ জন, উদ্ভিদবিদ্যার ৬৮ জন, কৃষিবিজ্ঞানের ছয়জন, গার্হস্থ্য অর্থনীতির ছয়জন রয়েছেন।

এ ছাড়া টিচার ট্রেনিং কলেজের ইসলামী আদর্শ বিষয়ের একজন, ইংরেজির দুইজন, ইতিহাস বিষয়ের দুইজন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বিষয়ের চারজন, গার্হস্থ্য বিজ্ঞানের একজন, গণিতের দুইজন, প্রফেশনাল ইথিক্স বিষয়ের একজন, বাংলার একজন, ভূগোলের দুইজন, রাষ্ট্রবিজ্ঞানের দুইজন, বিজ্ঞান বিষয়ের একজন এবং শিক্ষা বিষয়ের পাঁচজন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া এসব শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে তাদের পদায়ন করা হবে।

সর্বশেষ খবর