বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

কওমির নতুন প্রজ্ঞাপনে শঙ্কিত আলেমরা

-------- নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নেজামে ইসলাম পার্টির এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে ২১ জুন কওমি মাদরাসাসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি কওমি সনদ স্বীকৃতি আইন, ২০১৮-এর অনেক ধারার সাংঘর্ষিক ও বিরোধী। এ প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে অনেক আইনি জটিলতা ও সংকট তৈরি হবে; যা সরকার ও আলেম-ওলামাদের জন্য বিব্রতকর। নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক গতকাল পার্টির পক্ষে এ বিবৃতিতে বলেন, প্রজ্ঞাপনটি নিয়ে দেশের সব আলেম-ওলামা তথা গোটা কওমি অঙ্গন শঙ্কিত ও চিন্তিত। বিষয়টি নিয়ে সবার মধ্যেই চাপা ক্ষোভ বিরাজ করছে।

কেননা সব বোর্ড একত্রীকরণ হলে পুনরায় বিশৃঙ্খলা তৈরি করবে এবং স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে।

সর্বশেষ খবর