বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

বাংলায় পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশের আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পুস্তক প্রকাশ এবং গ্রন্থস্বত্ব বিষয়ে পা-ুলিপি প্রণেতাদের সঙ্গে গতকাল পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও পুস্তকের লেখকগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের উপ-পরিচালক মো. শাহীন সিরাজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ড. সাজ্জাদ হোসেন বক্তব্যে বলেন, দেশকে অনন্য উচ্চতায় নিতে হলে গবেষণা করতে হবে। উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে, সমাজ ও দেশকে মানবিক করতে গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে কমিশন আন্তর্জাতিক মানের গবেষণা গ্রন্থ ও পুস্তক প্রকাশে গভীর মনোযোগ দিচ্ছে। দেশে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে এবং এখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপট ও শিক্ষার্থীদের স্বার্থে উচ্চশিক্ষাস্তরে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশের আহ্বান জানান।

সর্বশেষ খবর