বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

কুকুর লেলিয়ে প্রতিশোধ নারীসহ দুজন আহত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে কুকুর লেলিয়ে পরিকল্পিতভাবে প্রতিশোধ নিয়েছে প্রতিপক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ দুজন আহত হয়েছেন। তারা হলেন- সালমা দেওয়ান দীপা ও তার স্বামী মো. সাইফুল ইসলাম। ১৩ জুন রাতে টঙ্গীর পাগাড় জৈমত খান রোডে মালেকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ১৪ জুন আহত মো. সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন। মামলায় কুকুর লেলিয়ে দেওয়া পক্ষের তিন বোনসহ তার মাকে আসামি করা হয়েছে। সাইফুল ইসলাম জানান, আসামি লাকি, শিরিন, রহিমা ও তাদের মা হাসিনা আমাদের প্রতিবেশী। তারা বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে শত্রুতা করে আসছিল। ১৩ জুন রাত ৯টার দিকে আমার স্ত্রী দীপা, দুই বছরের মেয়ে তারিন ও শাশুড়ি দেলোয়ারা বেগম মার্কেট থেকে বাসায় আসছিলেন।

তাদের পথরোধ করে তারা কুকুর দিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে কুকুর দিয়ে আমার স্ত্রী দীপার শরীরে চারটি কামড় দেয়। এতে দীপা মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যায়। শাশুড়ি দেলোয়ারা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। আমার মেয়ে তারিনকে মারধরসহ ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে। দা দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, ১৪ জুন সাইফুল ইসলাম একটি মামলা করেন। ওই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে আছেন। এ ছাড়া আদালতের নির্দেশে ২৪ জুন সাইফুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। সাইফুলের মামলার আসামিরা এই মামলা করেন। পাশাপাশি বাড়ি হলেও মানসিক ও সম্পদের কারণে তাদের মধ্যে প্রতিবেশীসুলভ আচরণ নেই। অল্পতেই তারা বিরোধে জড়িয়ে পড়েন। মামলা দুটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর