শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি নেজামে ইসলাম পার্টির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, দেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে অনতিবিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীর পর্যাপ্ত ক্যাম্প স্থাপন ও পাহাড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সময়ের দাবি। গতকাল পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।

পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল মাজেদ আতহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডা. মাওলানা ইলিয়াস খান, সরকারি মহাসচিব মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৯৯৮ সালে পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় করা চুক্তির প্রায় আড়াই দশক পেরিয়ে গেলেও পাহাড়ি জনজীবনে শান্তি ফিরেনি। বরং আগের চেয়ে তারা বাধাহীন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর