রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

আবুল বারকাতের বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র বইয়ের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাতের রচিত বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র : ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে গ্রন্থের ওপর আলোচনা হয়েছে। গতকাল অনলাইন জুম প্লাটফরমে এ আলোচনা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি এ জেড এম সালেহ’র সঞ্চালনায় এতে একক আলোচক হিসেবে বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি বইটির বিষয়বস্তু ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা এতে অংশ নেন।

ড. বারকাত এসব বিষয়ে তার গভীর ও ব্যাপ্ত চিন্তাসমূহ একীভূত করেছেন শোভন সমাজের সাধারণ তত্ত্ব-এর অবয়বে। বাংলাদেশকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি তার তত্ত্ব সামগ্রিক বিশ্বের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করেছেন। তার বিশ্লেষণে তিনি বিদ্যমান পুঁজিবাদকে শোষণ, লালসা, ব্যক্তিস্বার্থ ও মুনাফাভিত্তিক ব্যবস্থা বা সিস্টেম বলে বিশেষায়িত করেছেন। তিনি বলেছেন, এই সিস্টেম (১) গণতন্ত্রবিরোধী, (২) অসভ্য-বর্বর, (৩) অদক্ষ ও জাতীয় সম্পদ অপচয়কারী ও (৪) জ্ঞান বিজ্ঞান বিকাশবন্দী। গণতন্ত্রবিরোধী এই সিস্টেমে উৎপাদনের ৯৯% উৎপাদনকৃত পণ্য সামগ্রী বা সেবার মালিক থাকেন পুঁজির মালিক আর ১% প্রযুক্ত হয় ৯৯% শ্রমিকের অনুকূলে বা তাদের প্রয়োজন মেটানোর জন্য। পুঁজিবাদ বর্বর-অসভ্য এই কারণে যে, মুষ্টিমেয় পুঁজির মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় সাধারণ জনগণের স্বার্থবিরোধী সব দুষ্কর্ম করে থাকেন। সব জনগণের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে প্রযুক্ত হওয়ার বিকল্পে মুষ্টিমেয়রা উপযোগ, সম্পদ ও উৎপাদিত পণ্যসামগ্রী পান বা ব্যবহার করেন বলে পুঁজিবাদ জাতীয় সম্পদের অপব্যবহার ঘটায় এবং উৎপাদন ও সেবার ক্ষেত্রে সম্পদ অপচয় করে। মুনাফার আয় প্রবাহ ইতোমধ্যে উৎপাদনে প্রযুক্ত প্রযুক্তি অপরিবর্তিত রাখার অভিলাষে পুঁজিবাদ নিত্যনতুন উদ্ভাবন কিংবা সে উদ্দেশ্যে জ্ঞান বিজ্ঞানের বিকাশকে ব্যাহত করে।

 সুতরাং তার মতে, এ সিস্টেমকে বিকল্পায়িত করতে হবে ৩টি মৌল উপাদানভিত্তিক শোভন সমাজ ব্যবস্থা দিয়ে।

সর্বশেষ খবর