মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

শিক্ষক নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাগমারায় মদনপুর কলেজের প্রভাষক আবদুল আজিজকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তুলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। গতকাল বিকালে ভার্চুয়াল সভায় এ দাবি জানানো হয়। স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এ সময় রাজশাহীর বাগমারা থেকে ভার্চুয়ালি যুক্ত হন নির্যাতিত কলেজ শিক্ষক আবদুল আজিজ।

সভায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সহকারী কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে দেশের সব শিক্ষক সমাজকে নিয়ে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত শিক্ষক আবদুল আজিজ গত বৃহস্পতিবার বিকালে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। অসুস্থ ও শিক্ষক পরিচয় দেওয়ার পরও লকডাউনের বিধিনিষেধ ভাঙার নামে তাকে লাঠি দিয়ে আঘাত করেন সহকারী কমিশনার। এতে শিক্ষকের হাত ভেঙে যায়।

সর্বশেষ খবর