মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

মাস্ক না পরায় ঢাবি ক্যাম্পাসে জরিমানা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কঠোর লকডাউনে অযথা ঘোরাফেরা ও মাস্ক না পরায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাত ৮টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীনের নেতৃত্ব এই আদালত পরিচালনা করা হয়। এ সময় সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী মেরিনা নাজনীন জানান, আজকে সারাদিন আমরা শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। পরে শাহবাগ থেকে ফেরার পথে ক্যাম্পাস এলাকা দিয়ে যাওয়ার সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে কয়েকজনকে স্বাস্থ্যবিধি না মেনে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখি। তাদের মাস্ক পরাও ছিল না। তখন তাদের জিজ্ঞেস করলে যথাযথ কারণ দেখাতে না পারায় দুজনকে ২০০ টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা করি। তবে, কাদের জরিমানা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অকস্মাৎ এমন অভিযানে ক্ষুব্ধ হন ক্যাম্পাসে অবস্থানরতরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘অনুমতি’ ছাড়াই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ।

সর্বশেষ খবর