শিরোনাম
বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

সীমিত পরিসরে রাবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাবি প্রতিনিধি

করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মুস্তাফিজুর রহমান আল-আরিফ ও প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন উপস্থিত ছিলেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানো হয়।

 এবং আইবিএ চত্বরের আম গাছের চারা রোপণ করা হয়। বেলা ১১টায় অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম জাকারিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর