বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার পূর্ব আশিদ্রোণ থেকে বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বর্তমানে সেখানে রেখেই বানরটির চিকিৎসা করা হচ্ছে।

সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘সোমবার রাতে ওই এলাকার মতিউর রহমান নামে এক ব্যক্তি আমাদের খবর দেন একটি লজ্জাবতী বানর আহত হয়ে পড়ে আছে।

আজ (মঙ্গলবার) সকালে ওই গ্রামে গিয়ে বানরটি উদ্ধার করে নিয়ে আসি। বানরটির অবস্থা তেমন ভালো না। আমরা ধারণা করছি দু-তিন দিন আগে বিদ্যুতের তারের স্পর্শে বানরটি আহত হয়েছে। বৈদ্যুতিক শকে বানরটির ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পায়ের পাতাও ঝলসে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আমরা এর চিকিৎসা দিচ্ছি।’

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. কর্ণচন্দ্র মল্লিক বলেন, ‘বানরটিকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছি। গ্যাংগ্রিন বা পচে যাওয়ার কারণে বানরটির অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা করছি।’

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর