বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

পোশাক শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের দাবি জানিয়েছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ। সংগঠনটি বলেছে- পোশাকশিল্পের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। কারণ- চলমান কঠোর বিধিনিষেধের মাঝে খোলা রাখা হয়েছে তৈরি পোশাক কারখানা। করোনার সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঝুঁকি নিয়েই কাজ করছেন শ্রমিকরা। তাই শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে- স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫ জুলাই পাঠানো চিঠিতে বলা হয়, করোনা মহামারীর প্রাদুর্ভাবের ফলে দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাত এখন কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি লাখ লাখ শ্রমিক করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখনো জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করছেন।

এই শ্রমিকদের পাশাপাশি দেশে বিভিন্ন কারখানায় ও আন্তর্জাতিকমানের অনেক ক্রেতা প্রতিষ্ঠানে বিদেশিরা কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। দেশের অর্থনীতির স্বার্থে এ খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর