বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর দেশে কেউ যেন খাবারের কষ্ট না পায় : নানক

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবার কষ্ট না পায়, সে জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এক অনির্ধারিত বৈঠকে এ আহ্বান জানান। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্ত হাতে তা মোকাবিলা করবে। বঙ্গবন্ধু বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়ে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে। এ জন্য দেশের সব নেতা-কর্মীকে আহ্বান জানাব তারা যেন ছিন্নমূল অসহায় এবং গরিব-দুঃখী মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেন। তবে এ ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেশে চলমান লকডাউন মেনে মানুষের পাশে দাঁড়াতে হবে।’ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক একজন মানুষকেও আমরা না খেয়ে কষ্ট পেতে দেব না।’ যথাযথ স্বাস্থ্যবিধি এবং দেশের চলমান লকডাউন মেনে তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সহ-সভাপতি রুহুল আমিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর