বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

শ্রমজীবী মানুষের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি টিইউসির

নিজস্ব প্রতিবেদক

করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউন পরিস্থিতিতে দেশের অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের  খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান যুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে শ্রমিক-কর্মচারী মেহনতি মানুষ। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা কাজ হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের দাবি দেশব্যাপী কাজহারা কোটি কোটি শ্রমজীবী মানুষ ও দরিদ্র জনগোষ্ঠীর ডাটাবেজ করে তাদের বেকার ভাতা দিতে হবে। রেশনের মাধ্যমে তাদের চাল, ডাল, তেল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য দিতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিল্পাঞ্চল, জেলা, উপজেলা ও ইউনিয়নভিত্তিক করোনা পরীক্ষার ব্যবস্থা, আইসোলেশন সেন্টার স্থাপন ও করোনা রোগীর চিকিৎসার যথাযথ ব্যবস্থা করতে হবে। পবিত্র ঈদুল আজহার পূর্বেই সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস প্রদানসহ বেকার ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ সাহায্য দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর