বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম হাসপাতালে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা দিল ফিল্ড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একমাত্র কভিড ডেডিকেটেড ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা দিল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল (সিএফএইচ)। গতকাল এ দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির হাতে তুলে দেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

এ সময় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব, হাসপাতালের আইসিইউ ইউনিটের কনসালট্যান্ট ডা. রাজদীপ বিশ্বাস ও কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, সাধারণ মানুষের সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল বড় অবদান রেখেছে। ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় এটি অনন্য উদাহরণ। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, করোনা রোগীদের অন্যতম ঠিকানা জেনারেল হাসপাতাল। ফিল্ড হাসপাতাল এখানে দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা দিয়ে সেবা বিস্তৃত করল। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় তৈরি ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জামাদি সাধারণ মানুষের সেবায় ব্যবহৃত হওয়াটাই যৌক্তিক। তাই দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা প্রদান করা হয়। আগামীতে আরও কিছু মেডিকেল যন্ত্রপাতি প্রদান করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর