শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা
শিশু হত্যা

চূড়ান্ত রায়েও আসামির মৃত্যুদন্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সুধারাম থানার ৯ বছরের শিশু আরাফাত হত্যা মামলার চূড়ান্ত রায়েও আসামি মো. জাহাঙ্গীর ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীরের মৃত্যুদন্ড বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আসামির আপিল খারিজ করে এ রায় দেয়। রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি বলেন, এ ধরনের আসামির শাস্তি কমানোর সুযোগ নেই। মুক্তি পেলে আবারও অপরাধে জড়াতে পারে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ বি এম বায়েজীদ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর সাংবাদিকদের বলেন, ২০০৭ সালের ১৩ মার্চ নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে পারিবারিক শত্রুতার কারণে ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে খেলনার লোভ দেখিয়ে কবরস্থানে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়  মো. জাহাঙ্গীরকে (২৬) আসামি করে শিশু আরাফাতের বাবা মো. বাবুল খান হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২৮ জুলাই নোয়াখালীর আদালত আসামি মো. জাহাঙ্গীরকে মৃত্যুদন্ড দেয়। ২০১৩ সালের ১৮ নভেম্বর হাই কোর্ট তার মৃত্যুদন্ড বহাল রাখে। পরে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামি। সেই আপিলের শুনানি শেষে আসামি মো. জাহাঙ্গীরের মৃত্যুদন্ড বহাল রাখল আপিল বিভাগ। আসামি কারাগারের কনডেম সেলে আছেন।

সর্বশেষ খবর