শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

পারমাণবিক স্থাপনার ভৌত সুরক্ষা প্রশিক্ষণ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলকে দুই সপ্তাহব্যাপী ‘পারমাণবিক স্থাপনার ভৌত সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেছেন রোসাটমের টেকনিক্যাল অ্যাকাডেমি গ্লোবাল নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের (জিএনএসএসআই) বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ। প্রশিক্ষণার্থীরা এতে পারমাণবিক স্থাপনার ভৌত অবকাঠামোর সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন এবং এ বিষয়ক আন্তর্জাতিক দলিল-সংক্রান্ত তথ্য গ্রহণ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জড়িত রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম এটি নিশ্চিত করে।

২০২০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোর সুরক্ষার দায়িত্বে নিয়োজিত রাশিয়ান কোম্পানি জেএসসি  এফসিএস অ্যান্ড এইচটি এসএনপিও এলেরনের সঙ্গে কাজ করছে। তাত্তি¡ক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা রোসাটমের টেকনিক্যাল অ্যাকাডেমির স্পেশাল ট্রেনিং গ্রাউন্ড ও গবেষণাগারে  বিভিন্ন ব্যবস্থা ও ভৌত সুরক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে বেশ কয়েকটি ব্যবহারিক কাজেও অংশ নেয়। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা তৈরির প্রতিটি ধাপ সম্পর্কে সামগ্রিক জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করে;  যা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ বলেন, বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন অবস্থায় আছে, আমাদের প্রশিক্ষণ ম্যাটেরিয়ালটি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে হবে। এর নকশা প্রণয়ন থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটির কমিশনিং পর্যন্ত। এই কোর্সের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ব্যবহারিক দক্ষতা লাভ ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর