মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা নানাবিধ নেশা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের শিক্ষা ব্যবস্থা ও আগামী প্রজন্মকে বাঁচাতে ঈদের পর পরই মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্‌বান জানান। গতকাল দলের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজীজ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আগেই আটক ইসলামী নেতাদের মুক্তি দিতে হবে। তারা বলেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইনসহ গ্রেফতারকৃত সব আলেম-ওলামা ও নেতা-কর্মীদের ঈদুল আজহার আগেই নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা বলেন, যারা কোরআন ও হাদিসের বলিষ্ঠ উচ্চারণ জাতির সামনে তুলে ধরতেন এবং খোদার জমিনে তাঁর বিধান কায়েমের প্রচেষ্টা চালাতেন তাদের মধ্যে অনেকেই কারাবন্দী। জেল-জুলুম ও অত্যাচার করে ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যায় না। আলেম-ওলামা ও ইসলামপ্রিয় মানুষকে কারাগারে বন্দী রাখা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সুতরাং গ্রেফতার আলেম-ওলামা ইসলামী নেতা-কর্মীদের মুক্তি দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর