বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

কবি আবু বকর সিদ্দিক গুরুতর অসুস্থ

বাগেরহাট প্রতিনিধি

কবি আবু বকর সিদ্দিক গুরুতর অসুস্থ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কবি আবু বকর সিদ্দিক গুরুতর অসুস্থ। খুলনায় বোনের বাসায় থাকা অবস্থায় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েকদিন আগে তাঁকে ভর্তি করা হয় খুলনার একটি ক্লিনিকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বাগেরহাটের বৈটপুর গ্রামের সরকারি চাকরীজীবী মতিয়ার রহমান পাটোয়ারীর সন্তান কবি আবু বকর সিদ্দিক ১৯৩৪ সালের ১৯ আগস্ট তাঁর মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টির অধিক কাব্যগ্রন্থ, ৪টি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ। কবি আবু বকর সিদ্দিক ১৯৫৮ সালে বরিশালের চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে পর্যায়ক্রমে তিনি খুলনার বিএল কলেজ, বাগেরহাট পিসি কলেজ, ফকিরহাট কলেজ, কুষ্টিয়া কলেজ, কুষ্টিয়া মহিলা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয় ও ঢাকার নটরডেম কলেজে শিক্ষকতা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর