বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধার ৫২ কোটি টাকা ছাড়

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ ১ হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করেছে। গতকাল এসব টাকা ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে করোনা মহামারীর মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়। শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন। ইএফটির মাধ্যমে বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, করোনাকালীন গত বছরের মার্চ থেকে গতকাল পর্যন্ত ১২ হাজার ৭৪৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর