শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাড়ে ২৫ শতক জমি ৬৫ বছর পর সিসিকের দখলে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আদালতের রায় অনুকূলে আসায় বেদখল হওয়া সাড়ে ২৫ শতক জমি প্রায় ৬৫ বছর পর নিজেদের দখলে নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল নগরীর সোবহানীঘাটস্থ ওই জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা চিহ্নিত করা হয়। সিসিক সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালের এসএ রেকর্ড অনুসারে উক্ত দাগের ভূমির মালিকানা ছিল স্থানীয় সরকারের। পরবর্তীতে ওই জায়গা সিলেট সিটি করপোরেশনের নামে রেকর্ডভুক্ত হয়। তবে স্থানীয় অধিবাসী আব্বাস উদ্দিনরা জায়গাটি দখল করে রেখেছিলেন। এ নিয়ে তারা আদালতে মামলার মোকাবিলা করেন।

সর্বশেষ খবর