শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

স্বামী-সন্তানকে খুঁজে দেওয়ার নামে নারীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সন্তান জন্ম নেওয়ার দুই মাসের মধ্যেই এক নারীর স্বামী তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। ওই নারী সন্তানকে ফিরে পেতে পত্রিকায় বিজ্ঞাপনও দেন। খুলনায় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে ওই নারীর মোবাইল ফোনে যোগাযোগ করেন সোহাগ দেওয়ান নামে এক ব্যক্তি।

তার সন্তানকে খুঁজে দেওয়ার নামে ওই নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন সোহাগ। এরপর সোহাগসহ আরও কয়েকজন ওই নারীকে ধর্ষণ করেন। ছায়াতদন্ত শুরুর পর গতকাল সোহাগ দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, যখন ওই নারী সোহাগের কাছ থেকে টাকা ফেরত চান, তখন টাকা দেওয়ার নাম করে সোহাগ ও তার সহযোগীরা তাকে তাদের বাড়িতে নিয়ে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ পান করিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। এরপর ধর্ষণের ভিডিও ধারণ করে। এই ভিডিও দেখিয়ে ধর্ষকরা ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ওই নারী খুলনা থেকে ঢাকায় পালিয়ে আসেন। ঢাকাতেও সেই নারী ধর্ষিত হন।

সর্বশেষ খবর