শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ছয় টাকা ভ্যাট দিয়ে লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

মাত্র ছয় টাকা ভ্যাট দিয়ে লাখ টাকার লটারি জিতে নিয়েছেন পুরান ঢাকা চকবাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ইমাম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে ‘ইএফডি মেশিন’ বসানো রেস্তোরাঁ চকবাজারের আমানিয়ায় ৭৯ টাকার নাস্তা খেয়ে ৬ টাকা ভ্যাটসহ ৮৫ টাকা পরিশোধ করেন এবং চালনটি সংরক্ষণ করে রাখেন। গতকাল এরই পুরস্কার হিসেবে তিনি এ টাকা লাভ করেন। এনবিআর আয়োজিত এ লটারির প্রথম পুরস্কারজয়ী হিসেবে গতকাল ইমাম উদ্দিনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনার কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে এই চেক তুলে দেওয়া হয়।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাজস্ব আদায় করতে ইএফডি (ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস) মেশিন বসিয়ে ভ্যাট আদায়ের উদ্যোগের অংশ হিসেবে ভ্যাটদাতাদেও পুরুষ্কার প্রদেিনর এ কর্মসূচি গ্রহণ করে। ইএফডি মেশিন বসানো দোকান থেকে ক্রেতাদের চালানের উপর লটারির মাধ্যমে প্রতি মাসে মোট ১০১টি পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়। প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা করে পাঁচটি। আর বাকি সবগুলোই ১০ হাজার টাকার নগদ পুরস্কার। প্রত্যেক মাসের ৫ তারিখে ইএফডি মেশিনের আগের মাসের চালানোর ওপর লটারি করে এনবিআর। গত ফেব্রুয়ারিতে (জানুয়ারি মাসের জন্য) এই লটারি শুরুর পর অন্যান্য পুরস্কারের দাবিদার পাওয়া গেলেও প্রথম পুরস্কারের দাবি নিয়ে কেউ আসেনি। তবে জুন মাসের ক্রেতা হিসেব ইমাম উদ্দিনই প্রথম পুরস্কারের দাবি নিয়ে আসেন।

সর্বশেষ খবর