সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

গিরীন চক্রবর্তীর পল্লীগানে বিমোহিত শ্রোতা

সাংস্কৃতিক প্রতিবেদক

গিরীন চক্রবর্তীর পল্লীগানে বিমোহিত শ্রোতা

লোকগানের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির শেকড়। প্রযুক্তির এই সময়েও লোকগান বাঙালিকে নিজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। পাশ্চাত্য সংস্কৃতি আর উন্মুক্ত অপসংস্কৃতির দাপটে দেশীয় সংস্কৃতি যখন কোণঠাসা তখন অস্তিত্বের এই সংস্কৃতি রক্ষায় এগিয়ে এসেছে রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র। নিয়মিত ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে সংগঠনটি ভার্চুয়াল লোকগানের আয়োজন করে। গতকাল রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেইজে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এই সুরের আসর। নিয়মিত আয়োজনে এবারের আসর সাজানো ছিল গিরীন চক্রবর্তীর গান দিয়ে। আসরে নেকড়ের সুরমিশ্রিত সংগীত পরিবেশন করেন গিরীণ চক্রবর্তীর কন্যা চন্দা চট্টোপাধ্যায় চক্রবর্তী ও নাতনি শতভিষা চট্টোপাধ্যায়। এতে পল্লী গানের নানা দিক নিয়ে আলোচনা করেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন ড. বিশ্বজিৎ রায়। সংগীত পরিবেশনের আগে আলোচনায় সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস সুরের প্রতি গিরীন চক্রবর্তীর ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তার হাত ধরেই এদেশের পল্লীগীতি একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত হয় এবং লোকগানকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি ছিলেন অনন্য একজন। এদেশের পল্লী গানকে জনপ্রিয় করতে ও এর প্রচার প্রসারে গিরীন চক্রবর্তীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবার তারই গান কণ্ঠে তুলে নিলেন তারই কন্যা চন্দা চক্রবর্তী চট্টোপাধ্যায় ও নাতনি শতভিষা চক্রবর্তী। আয়োজন নিয়ে আয়োজক ড. বিশ্বজিৎ রায় বলেন, অনলাইন প্ল্যাটফরমের এই সংগীতাসর লকডাউনে ঘরবন্দী মানুষের আনন্দ দিতে পারছি এতেই আমি খুশি।  চন্দা চক্রবর্তী চট্টোপাধ্যায় ও শতভিষা চক্রবর্তী পরিবেশন করেন গিরীন চক্রবর্তীর ১০টি গান। তারা পরিবেশন করেন, কিশোরগঞ্জে মাসির বাড়ি,  শিয়ালদহ গোয়ালন্দ, তুল তুল পায়ে, আমারেনি পরে তোমার মনে, আল্লা ম্যাঘ দে পানি দে, নাও ছাড়িয়া দে, ধরিতে না পারি গো, বাড়ি ছিল পদ্মানদীর পাড়ে, চ্যাঙ মানুষ ও ধিক ধিক আমার এ জীবনে। 

পশ্চিমবঙ্গের কিংবদন্তি রচনাকার ও সুরস্রষ্টা গিরীন চক্রবর্তী এই বাংলার সন্তান ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার (তৎকালীন কুমিল্লা) সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তার সংগীত গুরু ছিলেন উপমহাদেশের বরেণ্য উস্তাদ আলাউদ্দিন খাঁ ও উস্তাদ আফতাবউদ্দিন খাঁ। তিনি অজস্র গানে সুরারোপ করেন। কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’সহ বহু গানে সুরযোজনা করেছেন গিরীন চক্রবর্তী।

 

সর্বশেষ খবর