বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে সম্প্রতি এক চিঠিতে শিক্ষার্থীদের করোনা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য নির্ধারিত ছক পূরণ করে আজকের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এ চিঠি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নিচে শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইল করে কমিশনের ([email protected]) মেইলে পাঠাতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর