বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

জয়ের জন্মদিনে দুস্থদের মধ্যে ছাত্রলীগের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এসব বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আম, প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে কলম, খাতা ও স্কেল ছিল। বিতরণ শেষে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন তার আজকে জন্মদিন।

 সেই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

 আমরা চাই তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজীব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন পাশাপাশি প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় কাজ করে যাব।’

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছিলেন যার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি মেধাবী একজন ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালে থেকে সঠিক একজন উদ্যোক্তা। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর মা, বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখেছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর